খুশবু
কবি নাসিমা হক মুক্তা
গ্লাসের নিচে একটি অবয়ব
কৃষ্ণ প্রদীপের চুটল অরণ্যে যার বসবাস
মুখমণ্ডলে সৈনিক স্বাক্ষর
চশমা চোখে কী লাবণ্যের তারুণ্য
কন্ঠ তার রেশমের কোমল আভা
দেখলে টসটসে ঝিনুক ফোটা খুশবু
জাফরানের চুমুক
চোখ তুললেই লাজুকতা নাকের ডগায়
নিঃশ্বাসের আদল গভীর তামসে হাসে
তার তেরছা ইচ্ছা – ননীর পুতুল স্বভাব
এতো ছেলেমানুষী অঙ্গের লাবণী ঢল ঢল বয়ে
একই ছাদে অষ্টপ্রহর কাঞ্চনজঙ্ঘা ছুঁয়ে
উদ্দীপনা চাঙ্গিয়ে ওঠে বনলতার তীরে
সুখের স্লোগানে পঞ্চমুখ এঞ্জিন
মুকুল হয়ে তাপিত সব কাঙ্ক্ষা
স্বর্ণডিম্বের বাচ্চা ফুটায় – উত্তপ্ত শিরায়।
Advertisement