নাটোরের সিংড়ায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

0
291

নাটোরের সিংড়ায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সিংড়া, নাটোর কণ্ঠ: “আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার”- এই শ্লোগানে নানা আয়োজনে নাটোরের সিংড়ায় উদযাপিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে সরকারি বেসরকারি নানা সংগঠন নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
সিংড়া উপজেলা নির্বাহীর হলরুমে রবিবার দুপুরে
লিঙ্গ বৈষম্য দূর করতে প্রতিবারের ন্যায় এবার ও ৩০ সেপ্টেম্বর জাতীয় কন‍্যা শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয়ঃ- “আমরা সবাই সোচ্চার,বিশ্ব হবে সমতার”।এই স্লোগান সানে রেখে
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ নাসরিন বানু এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, মোঃ শফিকুল ইসলাম (শফিক), স্বাগত বক্তব্য দেন মোছাঃ শাহনাজ পারভীন (সুমি)
অার সঞ্চালনা করেন মোঃ আসাফুল ইসলাম ইউডিএফ কর্মকর্তা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জনাব মোছাঃ শামিমা আকতার রোজী, -উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) , উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জনাব, এস এম খুরশিদ আলম রতন, স্বপ্না রানী সরকার, জেন্ডার প্রোমোটর, মোঃআব্দুস সালাম প্রেশ ইমাম উপজেলা জামে মসজিদ ও প্রিয়া রানী প্রমানিক। সভায় প্রতিটি মানুষের জীবন নির্ভয়, নিরুদ্বেগ, নিঃশঙ্ক হোক এই শুভ কামনা করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধখুশবু -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধদেশ গঠনে কন্যাশিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে- এমপি বকুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে