দারুণ দূঃসময়ে বেঁচে থাকা
কবি গোলাম কবির
এই তো, কী সুন্দর বেঁচে আছি!
অন্ধকারের পালক খসিয়ে
রাত্রিদিন, কলমের ডগায়
রেখে ক্ষুরধার সূঁই,
গেঁথে রাখি এই দারুণ দূঃসময়ের
দীর্ঘ দিনলিপি হৃদয়ের ক্যানভাসে!
এখানে জমে থাকা প্রগাঢ় মেঘ
সরিয়ে সরিয়ে উড়ে চলি
ইচ্ছে ডানায় ভেসে ভেসে
ভালবাসার অবারিত নীল আসমানে।
কখনো আবার কেঁদেই ভাসাই
বুকের সবুজ জমিন,
সভ্যতার পালক গুলো
একেএকে সব খসে পড়ছে দেখে
ভয়ার্ত আর্তনাদে ম্রিয়মাণ হয়ে থাকি!
Advertisement