সিংড়ায় চলনবিলের বন্যার্তদের মাঝে নাটোর জেলা এসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ

0
340

নাটোরকন্ঠ সিংড়া :

চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার বানভাসি মানুষের মাঝে আমেরিকা প্রবাসী নাটোর জেলাবাসীর সংগঠন নাটোর জেলা এসোসিয়েশন ইউ এস ইনকের পক্ষ থেকে তিন শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সিংড়া পৌর শহরের চলনবিল মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ১০০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পরে উপজেলার কলম ও চামারি ইউনিয়নের বানভাসি আরোও ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম,

গণমাধ্যমকর্মী মামুন খান,ত্রাণ বিতরণ কার্যক্রমের সম্বন্বয়কারী
নাজমুল হুদা রিপন,চঞ্চল মাহমুদ, মোঃ সাইফুজ্জামান,সোহেল রানা মিতুল,আবু রাসেল মিলন
মোঃ জায়েদুল ইসলাম ব্রিটল।। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,আলু,লবণ।চলনবিলের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নাটোর জেলাএসোসিয়েশন ইউ এস এ ইনকের সভাপতি এডভোকেট কামরুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক মোস্তাক হামিদ হিরোসহ সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহম্মেদ পলক।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে পূজা মন্ডপ পরিদর্শনে সাংসদ বকুল
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় কলেজের কম্পিউটার ল্যাবরেটরিতে অগ্নিকান্ড

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে