তেবাড়িয়া হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল ও জাটকা জব্দ

0
264

তেবাড়িয়া হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল ও জাটকা জব্দ

নাটোর কণ্ঠ: নাটোরে তেবাড়িয়া হাটে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা বিক্রি করার দায়ে মাছ ব্যবসায়ী রুস্তম আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন এ রায় প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন জানান, বর্তমানে ইলিশের প্রজনন মৌসুম চলছে। তাই সরকারিভাবে ইলিশের বিপণন, পরিবহন, বেচা-কেনা ও মজুদ বন্ধ রয়েছে। এ সময় কেউ যদি ইলিশ অথবা জাটকা বিক্রি করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ মারা নিষিদ্ধ। এরকম ভ্রাম্যমাণ আদালত আরও পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

পরে জব্দ কৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয় ও জাটকাগুলো সরকারি শিশু সদনে বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেন নাটোর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপাঁচু কাকার পুজো
পরবর্তী নিবন্ধসিংড়ায় অসহায়দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে