নাটোরের মন্দিরে মন্দিরে বিদায়ের ঘন্টা

0
281

নাটোরের মন্দিরে মন্দিরে বিদায়ের ঘন্টা

স্টাফ রিপোর্টার

পুজা অর্চনা, সিঁদুর খেলা এবং নাচ গানের মধ্যে দিয়ে সারা দেশের মতো নাটোরেও আজ শেষ হচ্ছে সনাতন ধর্মালম্বীদের ৫দিনের শারদীয় দূর্গোৎসব।

সকালে নাটোর শহরের পূজা মন্ডপগুলোতে মা দূর্গাকে শেষ বিদায় জানাতে ভিড় করেন সনাতন ধর্মালম্বীরা।  এসময় পূজা অর্চনা শেষে মায়ের পা থেকে সিঁদুর সংগ্রহ করেন তারা। পরে একে অপরকে সিঁদুর পড়িয়ে দিয়ে খেলায় মত্ত হয়ে উঠে। এসময় বিগত দিনের সকল গ্লানি ভুলে গিয়ে নাচ-গানে আনন্দে মেতে উঠে সনাতন ধর্মালম্বীরা। করোনার কারনে উৎসবে কিছুটা ভাটা পড়লেও আগামী দিনে সকল অশুভ শক্তি বিনাশ করে মা দূর্গা আবিভাব হবে এই প্রার্থনা সনাতন ধর্মালম্বীদের।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগা ঘষা মাজুনি তৈরি করে হস্তশিল্পে সফল উদ্যোক্তা বাগাতিপাড়ার কামরুল
পরবর্তী নিবন্ধশিশু আব্দুল্লাহর চিকিৎসার দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে