এই হৃদয় বিক্রয় হইবে – আসাদজামান এর সমকালীন ছড়া

0
271
Md Asaduzzaman

এই হৃদয় বিক্রয় হইবে

আসাদজামান

জোর করে কাউকে সম্পর্ক সাধিনা
অহেতুক কারো সাথে ফাও জোট বাঁধিনা
দেখতে রূপালি হলে সবকিছু চাঁদি না
চোখে জল নেই বলে আমি কি কাঁদিনা!

ঘৃণা করি বলে কি আমি ভালোবাসি না?
ভুল করে এই আমি কারো দাসী বাঁদি না
কাতরালেই সব্বাই জরুরী রোগী না
অহেতুক টেনশনে আমি কিন্তু ভুগিনা।

পোড়ানো ইট মানে, ওকি আর মাটি না!
মোসাহেবি করে আমি কারো পা চাটি না
হাওয়া পেয়ে কারো আমি কখনো ফাটিনা
অন্যের দেয়ালে পোস্টারও সাঁটি না।

এত কম কলাতে কখনোই কাঁধি না
ডাটা শাক মুলা ওসব কি আঁটি না?
ধড়ফড় বুক মানে সবটাই আধি না
চোখে জল নেই বলে আমি কি কাঁদি না?

২৭.১০.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধসিংড়া মডেল প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে