নাটোরকন্ঠ : .
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচ-২০২০-২ এর সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার কাদিরাবাদ সেনানিবাস’র শহীদ শামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই কুচকাওয়াজ পরিদর্শন করেন মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান বিএসপি বার এসজিপি এএফডবিøউসি, পিএসসি। ইঞ্জিনিয়ারিং সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর জেনারেল বশির আহমেদ এনডিসি, পিএসসি, অধিনায়ক ট্রেনিং ব্যাটেলিয়ানের লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদুর রহমান খান সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিক কুচকাওয়াজ উপভোগ করেন। এই সমাপনী কুচকাওয়াজে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে মোট ১১০৩ জন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন।
রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় এবং দেশ গঠনের গুরুদায়িত্ব সকল নবীণ সৈনিকদেরকে পালন করতে হবে।