তুমি আমি মুখোমুখি -কবি নুর মহাম্মদ‘এর কবিতা

0
481
নুর মহাম্মদ

তুমি আমি মুখোমুখি

কবি নুর মহাম্মদ

তুমি আমি তাকিয়ে ছিলাম এভাবেই
শত শত জনম জন্মান্তরে
এরি মাঝে সৃষ্টি হলো এই সংসার।
সৃষ্টি হলো মানুষ ও মানুষে মানুষে ভেদাভেদ।
কিন্তু তুমি আমি ছিলাম মুখোমুখি।
প্রকৃতির এই খেয়ালে আবার জনম তোমার আমার।
এখনও তুমি আমি মুখোমুখি।
এখনো মানুষে মানুষে
শুধু ভেদাভেদ।
শুধু ভেদাবেদ নাই পশু-পাখি,গাছ-পালা,ফুলের।
আবার যদি জনম পাই
তুমি আমি পাখি হবো
উরব নীল ঐ আকাশে।
আমাদের কোনো দেশের সিমানা থাকবেনা।
তোমার আমার দিগন্ত হীন ঐ নীল আকাশ।
অথবা তুমি আমি খিরির গাছ হবো ফের জনমে।
মনের খেয়ালে প্রাণ জুরাবো
ক্লান্ত পথিকের।
তুমি আমি মুখোমুখি।
অথবা তুমি আমি ফুল হবো
সৌরভ ছরাবো মানোবের মাঝে।
তোমাকে আর আমাকে দেখে
মন জুড়াবে সবার।
তুমি আমি মুখোমুখি।

Advertisement
উৎসনুর মহাম্মদ
পূর্ববর্তী নিবন্ধনাটোরের কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধফতুর -কবি আনিছুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে