গানের রাগ -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
402
Nasima Akter Mukta Mukta

গানের রাগ

কবি নাসিমা হক মুক্তা

চোখ মুছতে মুছতে কখন যে আয়ত্ত হলো
গানের প্রতিটি রাগ
বাগানভর্তি গোলাপ তা জানে না
ছেঁড়া-ঠ্যারা পদ্মের পতনগুলো মঞ্চের জলে
শ্রোতা হিসেবে স্খলিত কত কাঙালকে
হাসায়-ভাসায়
কন্ঠের যে জোর প্রশমিত গঙ্গাজলে ভেতরটা
কি পরিমাণ দুঃখে ভাসে
তা কেউ দেখে না, দেখার বিষয় নয়
কিছু মানুষ চিরকাল ফুল ঝরার মত
ঝরে ঝরে মানুষ বাজারে নিজের রূপ লুকিয়ে
স্বজন- সম্ভ্রমে ছন্দ ফোঁটায়
অাপামর নক্ষত্রের ছায়ে স্বপ্ন পাড়ে
নিস্কলুষ উনুনের গায়ে চড়ানো হাঁড়ির বুদবুদ
ছড়িয়ে পড়ে বেলার চরম তাঁতে
যেখানে চোখ যায়, সেখানে জলধারা
যা বৃষ্টির মত আসে আর যায়
বেলা চলে যায়, বেলা- অবেলা হয়
তবুও গেরস্তের উপস্থাপনা ঠিক চলে
গান! আরও গভীর যায়,
ছিন্ন হয় জীবনের সমস্ত তাঁর
শুধু হাস্যময় হয়ে ওঠে ঐ দিন, ঐ ক্ষণ
যা ধুয়ে- মুছে গানের গলা হাওয়ায় ছেড়ে
যাযাবর বেশে মন্দ কপালে পাঁচআঙুল গুনে…

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ইটভাটা মালিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়
পরবর্তী নিবন্ধএক সফল ও আত্মনর্ভরশীল নারীর নাম নাটোরের মেয়ে ফাহমিদা হক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে