কেন এমন হয় ! -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
347
আজাদুর রহমান

কেন এমন হয় !

কবি আজাদুর রহমান

কেন এমন হয়!
ফুলেরা ঝরে যায়,
বিষাদে পাতা ভেজে-
জল মুখে খুলে যায়
জোনাকিদের স্কুল।
কেন এমন হয় !
পাথরেরা খসে যায়
অশ্রুতে কাঁপে আংগুল-
কিছু না বলে উড়ে যায়
গতকালের পাখি।
কেন এমন হয়!
ঘুমেরা উড়ে যায়
স্বপ্নে নাচে মিথ্যে-
কথার সমিতি বানায়
গোপন শামুকেরা

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার শ্যামলের শখের কাশ্মীরি বিরিয়ানী হাউস
পরবর্তী নিবন্ধফুটেছে বোল -কবি শাহীন চৌধুরী ডলি‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে