পালাবার পথ নেই -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
354
Shaheena Ronju

পালাবার পথ নেই

কবি শাহিনা খাতুন

অজ্ঞানতার বৃত্ত আমায় চূর্ণ করে দেয়
আমি কেঁদেই চলি
আমি দেখিনি আমি দেখিনা
আমি জানিনি অতঃপর জানিনা।
আরশোলার মত বেড়ে চলে আহাম্মকেরা
গ্রাস করে নিতে চায় গ্রাম শহর দেশ
পালাবার পথ আর নেই
অভিমানী ঈশ্বর চুপ করে আছো!
আমার দুঃখের ভার গ্রহ থেকে চলে যাক গ্রহান্তরে
যেখানে তোমার অভিমান ধুয়ে দেবে সব
শীর নত করে অপেক্ষা করে আছি প্রিয়
এখানে হররোজ ভালবাসার ভুল ব্যখ্যা চলে
এসব ভুলভাল ব্যাখ্যা ভুলে গিয়ে ভালবাসার
সুধা দিয়ে ভরে দাও সব।

৩০/১০/২০২০

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
পরবর্তী নিবন্ধহেমন্তের মাঠ -কামরুল হাসান কামু‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে