বঙ্গবন্ধু জাতীয় সফল যুব সংগঠনের স্বীকৃতি পেয়েছে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ

0
257

বঙ্গবন্ধু জাতীয় সফল যুব সংগঠনের স্বীকৃতি পেয়েছে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ

নাটোর কণ্ঠ:
‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার দুপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা যুব উপ-পরিচালক সাহাবুদ্দিন সরদার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুরসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, গৃহায়ন কর্মসুচি, বন্যার্তদের ত্রাণ বিতরন, দুঃস্থদের শীত বস্ত্র বিতরন সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য জেলার সেরা সংগঠন হিসাবে পুরস্কার লাভ করে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ। পুরস্কার পেয়ে
সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার ইখতিয়ারুল হক উল্লাস জানান, এই পুরস্কার তাদের ভাল কাজকে আরও অনুপ্রাণিত করলো। এসময় সংগঠনের সভাপতি অনিক সরকার, সাধারণ সম্পাদক মাসুদ রানা,  সহ-সভাপতি, নাজমুল আহম্মেদসহ কার্যনির্বাহী সদস্য রবিন, চঞ্চল, রোকন, সজল, রাকিব, বিশ্বজিৎ উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিনকে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআকাশপথ -চন্দনা রায় চক্রবর্তী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে