সিংড়ার চলনবিলে দুই পাখি শিকারী আটক ॥ ফাঁদ ধ্বংস, ২৩টি জবাইকৃত বক উদ্ধার

0
295

নাটোরকন্ঠ সিংড়া :

সিংড়ার চলনবিলে অভিযান চালিয়ে ফাঁদে পাখি শিকারের অপরাধে দুই পাখি শিকারীকে কুড়ি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উদ্ধার করা হয়েছে দু’টি শিকারী বকপাখিসহ জবাইকৃত ২৩টি বক। ধ্বংস করা হয়েছে পাখি শিকারের ফাঁদ। বুধবার দুপুরে সিংড়ার কলম লক্ষীপুর মাঠে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। সময় আসাদুল ও সোহরাব হোসেন নামের দুই পাখি শিকারীকে আটক করা হয়। পরে আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে অঙ্গীকার করিয়ে আটক পাখি শিকারীদের কুড়ি হাজার টাকা জরিমানা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেস মো. রকিবুল হাসান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
পরবর্তী নিবন্ধসিংড়ায় রাষ্টীয় ভাবে ফ্রান্সকে নিন্দা জানানোর দাবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে