মা ও গাছেদের কথা -কবি শ্রাবণী গুপ্ত‘এর কবিতা

0
297
Srabani Gupta

মা ও গাছেদের কথা

শ্রাবণী গুপ্ত, কোলকাতা

দুপুর এলেই গাছেরা মা হয়ে ওঠে
ক্লান্ত পথিকের মাথায় ছায়ার মতন যা নেমে আসে
তা তো মায়েরই আঁচল
আমি মায়ের কাছে শিখেছি কী ভাবে ছায়া হয়ে উঠতে হয়,
আর গাছেদের কাছে শুনেছি মা হওয়ার গল্প
খরতাপে যে ভাবে মায়েরা ছায়া হয়ে ওঠে
দুপুর এলে সেভাবেই গাছেরাও মা হয়ে যায়…

Advertisement
উৎসSrabani Gupta
পূর্ববর্তী নিবন্ধনাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলার নারী উন্নয়ন ফরামের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পরবর্তী নিবন্ধআশা নিরাশার দোলাচলে -কবি গোলাম কবির‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে