কেমন আছো তুমি ?-দেবাশীষ সরকার এর কবিতা

0
213
Debashish Sarker

কেমন আছো তুমি ?

নৈঃশব্দ ভেঙ্গে তোমার যে যাত্রা শুরু হয়েছিলো মুচির মোড়ের লক্ষনের চা ষ্টল থেকে, তা কি ঘুরে ফিরে বৃত্তের মতো একই স্থানে পাক খাচ্ছে ? এগিয়েছো কতটুকু !
স্মৃতির পাতায় জীবনের দ্বায় খুঁজতে সুদিনের সোনালী সুঘ্রাণ তোমার অমরত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়েছে কি ?
কুয়াশার গন্ধ ভেজা হেমন্তের ধান ক্ষেত যেমন চাষির মুখে ফোটায় হাসি, তেমনি তোমার পুরুষ্ট আবেগ মথিত অনুরাগের সুর আমাকে দেয় সুধা ভালোবাসার লাল প্রহর।
আর কতো কুৎসিত সম্মাননায় রাঙাবে নিজেকে ? ক্রোধের আগুনে আর কতো পুড়বে হৃদয় ! কত হৃদয়ের হবে বলী?
দেখো যারা ভালবেসেছে, নিজেকে নিঃশেষ করে দিয়েছে বেশি, তাদেরই আজ নেই কিছু।
হ্যাঁ আছে, আছে অনেক আছে অশিক্ষা, অভাব, হানাহানি, জ্ঞানীগুনির সংখ্যা আর অসহিষ্ণুতার বাড়াবারি ………

দেবাশীষ সরকার

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবিবর্ণ স্বপ্ন – গোলাম কবির- এর কবিতা
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে আমেরিকা প্রবাসী নাটোরবাসীর উদ্যোগে ত্রাণ বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে