সময় নদীর স্রোতধারা
কবি আলেয়া আরমিন আলো
দিনগুলো নীরবেই বয়ে যায় সময় নদীর
তীব্র স্রোতের ধাঁরায়
মুহূর্তকে বেঁধে রাখার ক্ষমতা
কারোই নেই এ ধরায়,
কতো রঙিন স্মৃতি
কতোই না সাদাকালো বিস্মৃতি কালের গর্ভে হারায়!
সময় তো সৃষ্টিলগ্ন থেকে আপন গতিতেই
অবিশ্রাম বয়ে চলে অস্থির, ক্লান্তিহীন…
তারই হাত ধরে কতো না জীবন মৃত্যুতে মিশে
জীবাশ্মতে হয়ে যায় বিলীন।
কখনোই সময় করে না কোনকিছুরই প্রতীক্ষা
তবে জীবন পথের প্রতিটি বাঁকে সময়ের কাছেই
দিতে হয় জটিল সব পরিক্ষা,
চলতে চলতে সময়ই আমাদের দিয়ে যায়
জীবনবোধের কঠিন শিক্ষা।
১৭-৬-২০১৭
Advertisement