সময় নদীর স্রোতধারা -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

0
413
Aleya Armin Alow

সময় নদীর স্রোতধারা

কবি আলেয়া আরমিন আলো

দিনগুলো নীরবেই বয়ে যায় সময় নদীর
তীব্র স্রোতের ধাঁরায়
মুহূর্তকে বেঁধে রাখার ক্ষমতা
কারোই নেই এ ধরায়,
কতো রঙিন স্মৃতি
কতোই না সাদাকালো বিস্মৃতি কালের গর্ভে হারায়!
সময় তো সৃষ্টিলগ্ন থেকে আপন গতিতেই
অবিশ্রাম বয়ে চলে অস্থির, ক্লান্তিহীন…
তারই হাত ধরে কতো না জীবন মৃত্যুতে মিশে
জীবাশ্মতে হয়ে যায় বিলীন।
কখনোই সময় করে না কোনকিছুরই প্রতীক্ষা
তবে জীবন পথের প্রতিটি বাঁকে সময়ের কাছেই
দিতে হয় জটিল সব পরিক্ষা,
চলতে চলতে সময়ই আমাদের দিয়ে যায়
জীবনবোধের কঠিন শিক্ষা।

১৭-৬-২০১৭

Advertisement
উৎসAleya Armin Alow
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় দূর্গম কাদা ভেঙে অবৈধ সুতি জাল অপসারণ করলেন -এসিল্যান্ড
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে কামারদহ উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে