নাটোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ বিষয়ে প্রশিক্ষণ

0
343
nATORE KANTHO

নাটোর কন্ঠ : চলতি মাসের গত ১২ নভেম্বর রোজ বৃহঃবার অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে শেরকোল ইউনিয়ন পরিষদ হলরুম, সিংড়া, নাটোর-এ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১-এ নারী প্রার্থীদের অংশগ্রহণ বিষয়ে অবহিতকরণ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত অবহিতকরণে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ণের নির্বাচিত সম্ভব্য নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নাটোরের সিংড়া উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত থেকে প্রার্থীদের আচরণ বিধি নিয়ে আলোচনা করেন। অংশগ্রহনকারীদের কাছে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা, প্রস্তাবকারী-সমর্থনকারী যোগ্যতা, ভোটারের যোগ্যতা, মনোনয়নপত্র পুরণ, প্রচারণা ও এজেন্টদের দায়িত্ব কর্তব্য নিয়ে ধারণা প্রদান করেন তিনি ।

হেলভেটাস প্রতিনিধি ফওজিয়া খন্দকার ইভা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ সহ নারী প্রতিনিধিদের উৎসাহ প্রদান করেন। অবহিতকরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. মোর্শেদ আলম, প্রকল্প সমন্বয়কারী, অপরাজিতা প্রকল্প, রাজশাহী ক্লাস্টার। সার্বিক সহযোগিতায় ছিলেন সিসিবিসি সহ অপরাজিতা নাটোরের কর্ম এলাকার কর্মীবৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বশান্ত
পরবর্তী নিবন্ধপ্রকৃতি কন্যা -এম এম আরিফুল ইসলাম‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে