“পাঠকেষু”- সমরজিৎ সিংহ’র কবিতা

0
633
সমরজিৎ সিংহ

পাঠকেষু
সমরজিৎ সিংহ

লিখে রাখি প্রেতজন্ম শাদা, শূন্য পাতাটিতে,
পাঠ করো, পাঠ করো, নিরক্ষর কীট,
মেশাও ধুলিতে, নবজন্ম লাভ হোক
পাতাটির, লেখা সহ এই লেখকের !

অন্তিম বিষাদ এলে, রেখে দিও রিক্ত যতিচিহ্ন
তোমাকে ঈশ্বর জানি মূষিকজীবনে,
অশ্বিনী-ভরণী নয়, চিত্রা মৃগশিরা সকলেই
চলে গেছে এসব লেখাকে দূরে রেখে,
তুমি একা পাঠ করো কূট প্রেতজন্ম
ধুলির উষ্ণতা সহ মৃত লেখকের দীর্ঘশ্বাস,
পাঠ করো হাহাকার, পান করো অশ্রু !

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“চিরচেনা “—রিংকু’র কবিতা
পরবর্তী নিবন্ধ“নারীর স্তন:”- জাকির তালুকদার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে