“দিন বদলায় না মাঝি মানুষ বদলায়”- কাজী মোহিনী ইসলামের কবিতা

0
437
মোহিনী

দিন বদলায় না মাঝি মানুষ বদলায়
কাজী মোহিনী ইসলাম

হুনবার লাগছি-
হগগোলতে কইতাছে, জব্বার মাঝি!
দিন-কাল আর আগের মতো নাইক্কা,
ব্যবাক বদলাইয়া গেছে,
কথাখান হাছাই কইতাছে কইলাম!
দেশ দুনিয়া ডিজিটাল হইতাছে।
মানুষের আয় উন্নতি হইবার লাগছে;
আঙুল ফুইল্যা কলা গাছ হয়ওনের লাহান,
দেখবার লাগছি কত্ত
আদার ব্যাপারিরা হালায় আদার ব্যবছা কইরা
বড় বড় জাহাজ কিন্যা লইতাছে;
মনে তো হইতাছে দরকার লয় তারা
আস্তো নদী আর সমুদ্র বি কিন্যা লোইবো!
আব্বে হালায় ঘাটের মাঝি হইয়া
আমি কি করছি, কেমতে কইরা
হালায় হারা জীন্দিগী ভইরা বৈঠা ঠেলতাছি
আর চাইয়া চাইয়া শুধু দেখতাছি!
এই জনমে তো একখান ডিঙির মালিক বি হইবার পারলাম না।
তাইলে কেমতে কয় দিন বদলায়?
আমি তো কই দিন বদলায় না মাঝি, আসলে মানুষই বদলায়!

১৭/০১/২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“সুজলা সুফলা”- আসাদ জামানের কবিতা
পরবর্তী নিবন্ধ“এই গত সন্ধ্যায়”- মোর্শেদ লিখনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে