দুঃখবতী মেয়ে -আফরিন মৌ‘এর কবিতা

0
511
আফরিন মৌ

দুঃখবতী মেয়ে

আফরিন মৌ

নীল সাগরের ঢেউয়ে কাঁদে মেঘের বেলায়,
থই থই জল তার অপার বুকে,
তবু কান্না রঙের মেঘ দেখে
উথলে উঠে জল তাহার দু’চোখে…!!

কবে কোথা সাগর পারের তীরে
দূরে শাড়ী পরা কিশোরী এক
নিঝুম দুপুরে গেয়েছিলো
দুঃখবতী জলের গান….!!
তারপর পার হয়ে গেলো
কতো কার্তিক-অঘ্রাণ…!!

তবু সাগর ভূলে নাই
সেই ছলছল চোখ তার,
বুকভরা দুঃখ অপার….!
আজও সাগর ঢেউ খেলে চলে
তার পরাণের গভীর ব্যথা….!!

শুধু সেই দুঃখবতী মেয়ে আজ নাই,
মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে
তার বালিকাবেলার না বলা
যতো স্বপ্নসুখের কথা….!!

Advertisement
উৎসআলী আকবর বাবুল
পূর্ববর্তী নিবন্ধনাটোরে প্রতিবন্ধী তরুণকে মালামালসহ দোকান উপহার দিলেন সৈনিক লীগ নেতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে