পাখি – আগমণী ধর এর কবিতা

0
349
Agomoni

পাখি
“””””””/আগমণী ধর

বুকের ভিতর অচিন পাখির বাস
ডানা ঝাপটে কাঁদে পাখি
মনে উড়ার আশ।
বনের পাখি বদ্ধ খাঁচায় খুঁজে চেনা দিক
লোহার শিকের বেষ্টনী তার
ঝকঝকে চিকচিক।
পাখি ভাবে মুক্তি পেলে ভাসবে আকাশ নীলে
জানে তো সে বনের পাখি
শান্তি পায়না ঝিলে।
এমন খাঁচা নাইকো দুয়ার নাইকো কোন তালা
তাইতো পাখি যাবেই উড়ে
এলে যাবার পালা।
হবে পাখির অরণ্যবাস সেথায় পাখি মুক্ত
অচিন পাখির ধুসর জীবন
অনিশ্চয়তা যুক্ত।
বুকের খাঁচায় কান্দে পাখি বনেও পাখি একা
দূরন্ত সেই দুষ্টু পাখি
হয়নি কারোই দেখা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবুকের বহ্নি – জাফর ওবায়েদ এর কবিতা
পরবর্তী নিবন্ধঅঘ্রাণের চিঠি .- . কামরুল হাসান কামু’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে