সিংড়ায় চলনবিলের বিভিন্ন খাল প্রভাবশালীদের দখলে

0
273

সিংড়ায় চলনবিলের খাল প্রভাবশালীদের দখলে

রাজু আহমেদ, সিংড়া, নাটোর কণ্ঠ: নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকা দিয়ে প্রবাহিত শ্রীঘন্টা খাল দখল করে ঘের তৈরি করে মাছ মারার প্রস্তৃতি নিয়েছে প্রভাবশালী মহল। প্রায় তিন কি: মি: এলাকা জুড়ে ঘের তৈরি করা হয়েছে।
এতে করে স্থানীয় কৃষকরা খালের পানি জমিতে নিতে পারছেনা। তাছাড়া সাধারন জেলেরা মাছ মারতে পারছে না। কেউ মাছ মারতে চাইলে বাধা দেয়া হচ্ছে।

ইটালী ইউনিয়নের তিরাইল গ্রামের কয়েকজন জড়িত বলে জানা গেছে।

তবে প্রভাবশালী ঐ মহলের দাবি তারা তিরাইলের দুটি মসজিদে ৪০ হাজার টাকা দিয়ে জলাশয় লিজ নিয়েছে এবং প্রায় ৪০/৪৫ জন জড়িত।

এ বিষয়ে স্থানীয় ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, কোনো খাল কারো দখল করার এখতিয়ার সরকার কাউকে দেয়নি। এটা ব্যক্তিগত কারো সম্পত্তি নয়। প্রকৃত মৎস্যজীবি কিংবা সাধারন মানুষের অধিকার রয়েছে।
যেহেতু চলনবিলের পানি নেমে গেছে, সেহেতু মৎস্যজীবি পরিবারদের মাছ মারার সুযোগ দেয়া উচিৎ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধনাটোরে ২৫ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে