জাহিদুল মাসুদ এর দু’টি কবিতা

0
277
masud

জাহিদুল মাসুদ এর দু’টি কবিতা

মৃত্যু

মৃত্যুকে দেখিনি,
দেখবোওনা কোনদিন,
দেখার আগেই মৃত্যু আমাকে
এক জড় পদার্থে পরিণত করবে;
এই মৃত্যু কূপ কতটা অতল
কতটা অন্ধকারময়
সেই ভয়ানক অনূভুতি থেকে
আমাকে বাঁচিয়ে দেবে।

তোমাকে অগ্রিম ধন্যবাদ, হে মৃত্যু।

০১ডিসেম্বর,২০

কথা

বলতে চেয়েও বলোনি যখন
বুকটা কেঁপে উঠেছিল বলে
হৃদয়টা দুলে উঠেছিল বলে
তাহলে বরং থাক, বোলোনা আর।

কথাটি তোমার বুকের মধ্যে
দোলনা হয়ে দুলুক
মহাকালের আকুলতা
তোমার বুকের মধ্যে কাঁপন তুলুক
ঠোঁট খুলে বোলোনা কথাটি
কথাটি তোমার দুই ঠোঁটে
গোলাপ হয়ে ফুটুক।

১৬ই ডিসেম্বর, ২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ কাউন্সিলর পদে ৪৮জন মনোনয়নপত্র দাখিল
পরবর্তী নিবন্ধগোপালপুর পৌর নির্বাচন: আ.লীগের প্রার্থী লিলির মনোনয়নপত্র দাখিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে