কবি শাহিনা খাতুন‘এর একগুচছ কবিতা

0
409
Shaheena Ronju

ইশ্বর না আমি

শাহিনা খাতুন

প্রারাদ্ধ ভোগের আশায়
দুঃখ নামের আঁচল পেতেছি
অশান্তিকে বুকে নিয়ে
শান্তির সন্ধানে বেড়িয়েছি।
ঈশ্বরকে দেহে রেখে
বনে জঙ্গলে ধর্মশালায়
বৃথাই ইশ্বর খুঁজছি
অপ্রয়োজনীয় শোক বিহব্বলতা
আমার বুদ্ধি নাশ করেছে।
দুঃখের হেতু কে বন্ধু!
ঈশ্বর না আমি?

২৪/১১/২০২০

কোলাহল করোনা

শাহিনা খাতুন

একটা বটের তলায় বসে
তোমার কথা ভাবছি
কবিতা গুলো শাড়ির ভাজে লুকিয়ে আছে
ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
রাজ্যের সুর মনে এসে জমে আছে
দোতারাটা হাতে নিতে ভুলে গেছি
একতারাটায়ও সুর বাঁধা হয়নি
নাগরিক জীবনে নদীর কাব্য।
এই যে নগর দেখছো
এর গভীরে লুকিয়ে আছে এক মায়াবী গ্রাম
এত কোলাহল করোনা
গ্রামের মেঠো পথে হাঁটতে দাও আমায়
ফ্লাইওভারের তলায় আবছা আলোয়
তুমি সে গ্রাম দেখে নিও
সে আমার অমরাবতী গ্রাম।

প্রেমের হাটে যাও

শাহিনা খাতুন

শব্দ আর আলোর তরঙ্গে ভাসছি
আমি কোথাও নেই
আমার স্থুল দেহ আমাকে উড়তে বলছে
সে সময় পাখির সাথে বাস।
আমি চন্দ্রালোকিত একটা গৃহকোণ চাই
মন মহাজন মজিয়ে রাখে সংসারে।
তুমি কি কেনাবেচা করেছো কিছু?
যদি এখনো কিছু পল অবশিষ্ট থাকে
তবে প্রেমের হাটে যাও।

৮/১০/২০২০

যে জানে সে নিভৃতচারী

শাহিনা খাতুন

বেশির ভাগ লোকজন অসহায় হয়ে
ক্ষমা ভিক্ষা চাইছে
যদিও সে তার অপরাধ সবটা জানেনা
কি করেই বা জানবে
পূর্ব পুরুষের স্মৃতি
অসহায় হয়ে তাড়িত করে
তাড়িয়ে বেড়ায় জনম জনম
হ্রদয়ের কোনো এক গহ্বরে তার বাস।
পূর্ব জনমের কথা ভুলে যেতে যেতে
শুধু পথ বেড়ে যায়
সহযাত্রী নেই ছিলোনা কোনদিন।
তদুপরি ছয়জন ধরে টেনে নিয়ে যায়
পুনরায় ভুল হয়ে যায়
কারে বলে প্রেম?
কারে বলে কাম?
যে জানে সে নিভৃতচারী।
মৃত্যু জ্বরা শোক তাপে মন পুড়ে যায়
পোড়া ছাইয়ের মাঝে অসহায় আমি
অহেতুক অহংকার করে
সে অহংকারে প্রকৃতি হেসে ওঠে
বড় লীলাময় সংসার
কে আমি কে তুমি তিনি কে?

তার হয়ে গেছে

শাহিনা খাতুন

একদিন ঘুম ভেঙে দেখি
নদীটাও তার হয়ে গেছে
আমি খুব নীরব হতে চাইছি
কিন্তু সভাপতি সভা করেই চলেছেন
যে বাতাস বিনামূল্যে পেয়ে যাচ্ছি
সে হয়তো মনে মনে বলছে
বাছাধন এ সুখের শেষ আছে
সেসব কথা আমি না শোনার ভান করি।
হররোজ ভোরবেলা মুয়াজ্জিন ঘোষণা দেয়
একটি শোক সংবাদ
আমি সভায় উপস্থিত থেকে ঘোষণা শুনতে পাই
রবীন্দ্রনাথ বা কার্লমাক্স সবই নিরানন্দময়
তবুও দেখতে থাকি সচিবালয়ের করিডোরও
তার হয়ে গেছে।

চন্দ্র স্নান

শাহিনা খাতুন

যৌবন ফুরিয়ে যায়
অনুতাপ ফুরিয়ে যায় না
চিরকাল ভালবাসার ভুল ব্যখ্যা করে
যা রেখেছো ঝুলিতে তোমার
সে সব খুলে দেখো লজ্জায় মাথা নত হবে।
ফুরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া যৌবন
ফিরে যদি আসে আর একবার
জাগ্রত কুন্ডলীনি আমার
চন্দ্র স্নানে যাবে নিশ্চয়ই।

সক্রেটিস

শাহিনা খাতুন

ইশ্বরকে দেখতে না পেলেও
নিজেকে দেখে নাও
দেখে নাও নিজের অহেতুক দুঃখ
নিজের গড়া ভয় দুশ্চিন্তা
কাম ক্রোধ লোভ পরহিংসা।
নবী, লালন ফকির সকলকে
গালি দিয়েছো দাও
নিদেনপক্ষে সক্রেটিসকে একটু ভালবেসে
নিজেকে দেখে নাও একবার।

তুমি

শাহিনা খাতুন

তোমা হতে পৃথক আমি নই
অনন্তে ক্ষণিকে তুমি থাকো
ক্ষুদ্রে বৃহতে তুমি থাকো
কখনও খণ্ড আবার অখণ্ড তুমি
নিরন্তর এক অদ্ভুত লুকোচুরি খেলা
এ কি প্রেম না বিরহ?

২৪/১০/২০২০

একবিন্দু তুমি

শাহিনা খাতুন

বিলীন হয়ে যাবো
তারপরও একবিন্দু তুমি থাকবে
তোমার মতন
অখ্যাত নানা জনে
যে আলো জালায় দিনরাত
অহেতুক কান্নার রোল তোলে
ইনিয়ে বিনিয়ে দিবানিশি
সুখ দুঃখের ভুল ব্যখ্যা করে।
ভ্রমাত্মক চক্রবর্তী হয়ে
চলে যেতে থাকে সবে
দূর থেকে দূরে
কাল থেকে কালে
তারপরও একবিন্দু তুমি
অবগুণ্ঠিত হয়ে থাকো।
তোমার আছে প্রেম অবারিত প্রেম
গোপনে বিলিয়ে যাও
দেখেনাতো কেউ
আমার আছে ক্ষুধা
আমি ভরপেটে পান করি
ব্যায়রামী হয়েও গুনে যাই
এক দুই তিন চার পাঁচ।

২৬/১০/২০২০

নিয়ে যাও

শাহিনা খাতুন

একটা শৃঙ্খলিত বৃত্ত বানিয়েছি
যা অতিক্রম করতে পারছিনা
সকলে তার নাম দিয়েছি ভাগ্য
সেই বৃত্তই আমার বৃত্তি
আমার এ শৃঙ্খল ভেঙে দাও
একটা গন্তব্য আছে সেখানে নিয়ে যাও।

২৭/১০/২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধক্ষমতা নয়, জনতার কল্যানে কাজ করছে সরকার – আইসিটি প্রতিমন্ত্রী পলক
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে চুরি হওয়া শিশু ৮ দিন পর উদ্ধার, আটক ১

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে