নাটোরকণ্ঠ বড়াইগ্রাম : মুজিববর্ষের উপহার হিসেবে নাটোরের বড়াইগ্রামে স্থায়ী ঠিকানা পেলো ১৬০ ভূমিহীন পরিবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার পর নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস ভূমিহীনদের মধ্যে ঘরের চাবি ও জমির দলিল প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিুকর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, সুধী সমাজ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।