স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ : কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে প্রকাশ্যে সিল মারার অভিযোগ এনে নাটোরের সিংড়া পৌরসভার নির্বাচন বর্জন করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী তায়জুল ইসলাম।
শনিবার দুপুর ১টার দিকে সিংড়া পৌর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষনা দেন বিএনপি প্রার্থী। এসময় বিএনপি প্রার্থী তায়জুল বলেন, ১২টা কেন্দ্রেই প্রকাশ্যে সিল মারছে আওয়ামী লীগ এজেন্টরা।
এছাড়া বিএনপি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। প্রশাসনকে বার বার বলার পরও তারা কোনও ব্যবস্থা নেননি। ভোটের কোন পরিবেশ নেই। তাই তিনি ভোট বর্জন করেছেন।
সংবাদ সম্মেলনে সাবেক এমপি প্রার্থী দাউদার মাহমুদ সহ থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement