লালপুরে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে জেল-জরিমানা

0
300

লালপুর, নাটোরকন্ঠ: নাটোরের লালপুর উপজেলায় ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে জেল ও জরিমানা করেছে মোবাইল কোর্ট। আজ শুক্রবার দুপুরে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইয়ারপোর্ট মোড়ের সর্দার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এ জেল –জরিমানা করে র‌্যাব-এর মোবাইল কোর্টের বিচারক জনাবা শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, লালপুর।

র‌্যাব জানায়, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে  ইং ২৩ এপ্রিল ২০২১ তারিখ ১১ঃ০০ ঘটিকা হতে ১৩ঃ০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ইয়ারপোর্ট মোড়স্থ সর্দার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে (ক) ভেজাল গুড়-১২০০০ কেজি, (খ) সাদা আটা-১০ কেজি (গ) ফিটকিরি-১২ কেজি, (ঘ) চিনি-৯০০ কেজিসহ আসামী মোঃ রবিউল ইসলাম (৬০), পিতা- মৃত- আফজাল হোসেন, সাং- পুরাতন ঈশ্বরদী ইয়ারপোর্টমোড়, থানা-লালপুর, জেলা-নাটোরকে আটক করে। জনাবা শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, লালপুর, নাটোর ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক উক্ত আটককৃত ব্যক্তিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১,০০,০০০/- টাকা জরিমানা প্রদান করেন। উল্লেখ্য যে, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে (ক) নং হতে (গ) নং আলামত ধ্বংস করা হয়েছে এবং (ঘ) নং আলামত প্রকাশ্য নিলামে ৫০,৪০০/- টাকায় বিক্রি করা হয়েছে। উক্ত টাকা সরকারী কোষাগারে জমা করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় সরকারী জমি দখল করে স্থায়ী ভবন
পরবর্তী নিবন্ধসিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা শিক্ষক নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে