ফিরব নীল জোছনায় -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

0
174
Mahfuza Polok

ফিরব নীল জোছনায়

কবি মাহফুজা আরা পলক

একদিন ঠিক চলে যাব
চলে যাব আমি হয়তো
রাতের জোছনায় নয়,
ঝিম ধরা কোন অলস দুপুরে
সকল পিছুটান ফেলে
ধুলোমাখা পথে হেঁটে
স্মৃতির পদচিহ্ন রেখে।
আমায় ছুঁয়ে কথা কবেনা
লিলুয়া বাতাস খোলা প্রান্তরে,
শ্যাওলা পড়া দিঘির ধারে
শাওন সন্ধ্যা অঝোরে ঝরে
ক্লান্ত হয়ে আমায় খুঁজবে,
খুঁজবে আমার গ্রিলের ফাঁকে
অমৃত আনন্দে বাড়ানো হাত খানি,
আমি ঠিক মিশে যাব অনন্তে
আঁধার রাতে ঝিঁঝিঁর ধ্বনিতে নয়
ভরদুপুরে ঘুঘুর ডাকে সবার অলক্ষ্যে।
একটা পূর্ণ জীবনের আদি অন্তের গল্প
ভেসে বেড়াবে প্রতিধ্বনি হয়ে,
যদি কেউ চাও তা জানতে-
তবে খুঁজে নিও শাওনের দুপুরে
হাওয়ার লহরিতে কান পেতে,
নতুবা একা একা পথ চলতে গিয়ে
আমার কোন পঙক্তির স্মৃতিচারণে,
আমি রাতের আকাশের তারায় নয়
চলে যাওয়া মধ্যদুপুরেও নয়
আমায় খুঁজলে পাবে শ্রাবণের
অঝোর ধারা শেষে মেঘের ফাঁকে
মধ্যরাতের লুকোচুরি খেলায় মত্ত
অসম্ভব সম্মোহনী নীল জোছনায়।

Advertisement
উৎসMahfuza Polok
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ভ্যান চালককে অমানবিক নির্যাতন : ইউপি সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধখ্যাংরামুখী বুড়ী -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে