নটোর কন্ঠ : নাটোরের লালপুরে সরকারী পুকুর দখল করা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত মোখলেছুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে উপজেলার করিমপুর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে র্যাব-৫ নাটোর ক্যাম্পে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার। পরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, অর্জুনপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে এরশাদ (৩৫), ঈশ্বরপাড়া এলাকার মৃত জমিস উদ্দিনের ছেলে মন্টু (৪২), এবং বক্তার আলীর ছেলে সিদ্দিক (৪৮)।
শুক্রবার দুপুরে লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে ২০বিঘার খাস পুকুর নিয়ে স্থানীয় বাদশা ও মোতালেব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে বাদশার নেতৃত্বে তার লোকজন মোতালেব গ্রুপের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে মোতালেব গ্রুপের মোখলেছুর রহমান গুরতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।