নিষিক্ত ল্যান্টেনা -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
200
বনশ্রী বড়ুয়া রুমি

নিষিক্ত ল্যান্টেনা

কবি বনশ্রী বড়ুয়া

শাড়ি থেকে বাসন্তী রং তুলে
সোজাসাপ্টা আটকে থাকে বুকে,
শাড়ির জমিন সিঁদুর আঁকে সবুজ ঘাসের ফাঁকে।
সন্ধ্যে নামার আগে দৌড়ে পালায় কেউ
একটুখানি শিশির মাখে পা,
কুঁচির ভাঁজে একশোহাজার রঙ
পাহাড় কোলে ঘুমায় নরোম ঢেউ।

উঠান জুড়ে রংধনু দেয় হানা,
জলদিঘীতে লজ্জাবতীর স্নান।
মায়া ঘরে স্বর্ণলতা সাজে
উল্টো রথে যাচ্ছে ফিরে হিংসুটে এক চাঁদ।।
শাড়ির আঁচল বড্ড ছন্নছাড়া,
ইচ্ছেতে রোজ ইচ্ছেনদী কাঁদে
বুকের ব্যামো মাটির গন্ধে মাতাল হয়ে রয়।

শ্রী..

Advertisement
উৎসবনশ্রী বড়ুয়া রুমি
পূর্ববর্তী নিবন্ধনাটোরে খাস পুকুর দখল নিয়ে হত্যাকাণ্ড : গ্রেফতার ৩জন
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ নির্বাচনের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে -ডিসি শামীম আহমেদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে