নাটোরের সিংড়ায় তিন ফসলি জমিতে পুকুর খনণ : বেহাল দশা রাস্তার : জনদুর্ভোগ চরমে

0
196
nATORE KANTHO

ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব

নাটোর কন্ঠ : নাটোরের সিংড়ায় উপজেলার সুকাশ ও ডাহিয়া ইউনিয়নের কয়েকটি পয়েন্টে ভেকু দিয়ে পুকুর খননের পাশাপাশি ড্রাম ট্রাক দিয়ে মাটি বহনের ফলে কার্পেটিং রাস্তা নষ্ট হচ্ছে। আর একদিনের বৃষ্টিতে কাঁদায় পরিনত হয়েছে। অপরদিকে জনদুর্ভোগ চরমে। ঘটছে ছোট খাট দুর্ঘটনা।

এলাকাবাসি জানায়, প্রভাবশালী মহল প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে তিন ফসলি জমি জলাশয়ে পরিণত করছে। অপরদিকে কৃষি জমিতে পুকুর খনণ করে মাটি দিবারাত্রি বিভিন্ন জায়গায় বিক্রি করার ফলে প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে উপজেলার সুকাশ ইউনিয়ন ও ডাহিয়া ইউনিয়নের গ্রামের পাকা সড়কগুলো নষ্ট হয়ে পড়ছে।

nATORE KANTHO

মাটি পরিবহকারী চায়না হ্যাড়ো, ট্রাংকলড়ি ও ট্রাকের শুকনা ও কাদা মাটি পাকা সড়কের ওপর পড়ে কার্পেটিং নষ্ট হচ্ছে। কাঁদা মাটি পড়ে থাকায় চলাচলকারী সিএনজি, অটোরিকসা, মোটরসাইকেল ও ব্যাটারী চালিত ভ্যানসহ দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

এবিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, প্রশাসন সক্রিয় ভূমিকা রাখছে। খবর পেলেই চাবি জব্দ সহ জরিমানা করা হচ্ছে। তারপরেও এটি থামানো যাচ্ছে না।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে যুবতী গণধর্ষনের শিকার : আটক ৫

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে