নাটোর কণ্ঠ : সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। করোনা মহামারির কারণে সীমিত আকারে হলেও নাটোরে উৎসব মুখর পরিবেশে চলছে সরস্বতী পূজা।
আজ শনিবার শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে দেবীকে বরণ করে নিয়ে আসনে প্রতিষ্ঠা করা হয়েছে দেবী সরস্বতীকে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বাড়িতে বা পাড়ায় তাদের মনের সকল তমশা দুর করে বিদ্যা দানের জন্য দেবীর কাছে অঞ্জলী প্রদানে ব্যস্ত।
এ ছাড়া বাড়ীতে বাড়িতেও করা হয়েছে এ পূজার আয়োজন। পূজা মন্ডপগুলোতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে। পূজা উপলক্ষে মন্ডপে মন্ডপে নেওয়া হয়েছে ভক্তিমুলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি সহ নানা আয়োজন।
Advertisement