নাটোর কন্ঠ : নাটোর আওয়ামী লীগের দুই গ্রুপের দুই দফা সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার একডালা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েক জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকীদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও পাঁচটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।’
Advertisement