“তীব্র দাহ আর ফাল্গুন” কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
670
www.natorekantho.com

“তীব্র দাহ আর ফাল্গুন”

কবি নাসিমা হক মুক্তা

বসন্তের বাহুতে লাস্যময় নদীর বুক
প্রকৃতির ঋতুচক্র বাঁকে পুলকিত আলোর প্রভাত
নারীর মতো প্রতিটি গাছের শেকড় ন্যাড়া থেকে
স্নিগ্ধ ও কোমলে কলঙ্কিত হয়ে,
শীতের সন্ন্যাসীর মধ্যাহ্ন ডগায় বাজে ছন্দহিন্দোল;
শিশির মিশ্রিত পাদদেশে –
কোকিলের কুহুতান আর আম মুকুলের সুনীল অবগাহন –
জমাট বাঁধা পিতলের তলে
উত্তর – দক্ষিণ বায়ুর ডাকে
অশোকের বন ও গর্ভবতী হয়ে
জরা- জীর্ণতায় প্রসব করে “বসন্ত”
তার দুটি গুণ
চৈত্রের তীব্র দাহ আর ফাল্গুন !

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বিশ্ব ভালোবাসা দিবস”- স্বকৃত নোমান
পরবর্তী নিবন্ধএকুশে বইমেলায় আমীন আল রশীদের -“সংবিধানের রাজনৈতিক বিতর্ক”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে