প্রার্থীদের পোস্টার নেই কোথাও

0
129

অমর ডি কস্তা : নাটোরের বড়াইগ্রামে কাল বুধবার (২৯ মে) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ এই নির্বাচনে কোথাও কোন প্রার্থীর একটি পোস্টারও দৃশ্যমান নেই। ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে রাত থেকে সোমবার সারাদিন বাতাসের গতি ছিলো অস্বাভাবিক।

এর সাথে মাঝে মধ্যে মাঝারিসহ হালকা বৃষ্টি ছিলো এবং সোমবার সন্ধ্যা ৭টা অবধি এই রিপোর্ট লেখা পর্যন্ত এ বৈরী আবহাওয়া বিরাজমান ছিলো। বৃষ্টিসহ এই ঝরো হাওয়ার কারণে পথ ঘাটের সকল পোস্টার নিশ্চিহ্ন হয়ে গেছে।

সার্বক্ষণিক ঝরো হাওয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো। মধ্যরাত থেকে সারাদিন বিদ্যুৎ ছিলো না। ফলে উপজেলার মোবাইল ফোন ব্যবহারকারীদের ৫০ ভাগ মোবাইল ফোন চার্জ না থাকায় বন্ধ হয়ে যায়। এদিকে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা এক প্রকার থেমে যায় রিমালের এই বৈরী প্রভাব বিস্তারের কারণে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবলু জানান, রেমালের প্রভাবে আবহাওয়ার চিত্র অচেনা হয়ে গেছে। তীব্র ঝড়ো হাওয়া ও ঝড়ো বৃষ্টির কারণে পথে-হাট-বাজারে লাগানো প্রার্থীদের শতভাগ পোস্টার উড়ে গিয়ে ও নষ্ট হয়ে লাপাত্তা হয়ে গেছে।

অপর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস মিয়াজি জানান, আবহাওয়া ভালো হলে ভোট কেন্দ্রগুলোতে পোস্টার লাগানো হবে। এক্ষেত্রে আবহাওয়া এ রকম চললে হ্যান্ড লিফলেট দেওয়া ছাড়া অন্য আর কোন উপায় থাকবে না।

বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আব্দুল কুদ্দুস মিয়াজি (ঘোড়া), মোয়াজ্জেম হোসেন (আনারস), আনিছুর রহমান (দোয়াত কলম), মোহাম্মদ শরিফুল হাসান (মোটরসাইকেল) ও জামাল উদ্দিন আলী (কাপ পিরিচ)।

ভাইস চেয়ারম্যান পদে বেলাল পাটোয়ারী (চশমা) ও রেজাউল করিম (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চামেলি বেগম (কলস), মোছা. আঞ্জুয়ারা (হাঁস), আনিসা বিলকিস (সেলাই মেশিন) ও শিউলি বেগম (ফুটবল)।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ১ জুন শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
পরবর্তী নিবন্ধপ্রধান শিক্ষককে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে