‘বিষাদময় দিনরাত্রি’ – কামরুল হাসান কামু’র কবিতা

0
547

‘বিষাদময় দিনরাত্রি’
… কামরুল হাসান কামু

বাইরে উজ্জ্বল বসন্ত,সবুজের দোলায়িত ঢেউ
তবুও একলা কাটুক এইবেলা,নাইবা এলে কেউ
ভেতরে বিষাদময় দিনরাত্রি,চোখে শান্ত দীঘি
একলা থাকি,নিশ্চলাদিনে ভাঙা আঙুলে পহর গুনি।

পৃথিবীর বনে বনে পাখিদের শোকসভা,
পৃথিবীর পথে পথে পদচিহ্নের স্তব্ধতা,
একা হও এবেলা,এ যেন রুদ্ধ রুদ্ধ কালবেলা,
একা হও এবেলা,এ যেন গৃহে বন্দী-বন্দী খেলা।

সেই নির্মলা-সরল প্রকৃতি ছিলো পরম অতিথিশালা,
সেই সবুজের ঝালর জুড়ে দিলে সভ্যতার পঙ্কিলতা
আশ্রয়ে আগুন দিয়ে হয় নাকো ফাগুনের দিন গুনা
শক্তির মোহে দিকভ্রান্ত পথিক জানলেনা সৃষ্টির সেরা।

তবুও-
এই রুঢ়তা ভাঙবে আবার সুজন হলে,
এই রুঢ়তা ভাঙবে আবার সবুজ হলে,
এই রুঢ়তা ভাঙবে তবু ভাঙবে আবার
ভাঙলে তুমি শত্রুশত্রু খেলা।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমরীচিকা -শাপলা জাকিয়া‘র ভৌতিক গল্প -পর্ব-১২
পরবর্তী নিবন্ধপ্রেমের প্রকাশ -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে