প্রসঙ্গ করোনা -কবি আসাদজামান‘এর কবিতা

0
610
Md Asaduzzaman

প্রসঙ্গ করোনা

কবি আসাদজামান

মানুষের মানবতা গ্যাছে কোনদিক?
পথে পথে চলে যে, সেইতো পথিক!
প্রিয় তুমি, আমাকে দূরেই রাখো
নিজের জন্য না হয় ক’টা দিন, একাএকা থাকো!

একপাশে আমি আছি আর বিজ্ঞান
ভাঙছে কেন পা,নিত্য হাঁটার ধ্যান?
জীবন বলতে এখন তুমি দূরত্বকেই বোঝো
অন্যের কথা ভেবে নিজেকে সরিয়ে রাখো!

দূরত্ব শারীরিক মনে মনে মিল
ক’টা দিন পেরুলেই ফের সাবলীল।
ক্যানভাস জুড়ে হে! মানুষের ছবি আঁকো
সকলের কথা ভেবে কিছুদিন, ঘরেই থাকো!

২৭.০৩.২০২০

Advertisement
উৎসMd Asaduzzaman
পূর্ববর্তী নিবন্ধক্ষমো হে আমায় -কবি বেণুবর্ণা অধিকারী‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ৪৯তম স্বাধীনতা দিবস -ভায়লেট হালদার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে