নাটোরে কর্মহীন ৪৫০ পরিবারের জন্য সৌদি প্রবাসীর মাংস ও খাদ্যসামগ্রী বিতরণ

0
354
Jahid

নাটোরjbgT:

 নাটোর শহরের ঝাউতলা ও শতপল্লী গুচ্ছগ্রামে বসবাসরত কর্মহীন ৪৫০ পরিবারের মধ্যে সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর পক্ষ থেকে গরুর মাংস, চাল,ডাল,তেল,আলু বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সামাজিক দুরত্ব মেনে ঘরে ঘরে গিয়ে সৌদি প্রবাসীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জাহিদুর রহমান জাহিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক করিম বাবু, রিয়াজুল ইসলাম,বাবু, মামুন আলী,ইউসুফ আলী, জামাল। এ সময় জাহিদুর রহমান জাহিদ সৌদি প্রবাসী মোহাম্মদ আলীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার র্কমহীন মানুষের জন্য নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ দেখে অনুপ্রাণিত হয়ে প্রবাসে থেকেই তিনি দেশের দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছেন। এভাবে দেশে এবং প্রবাসে অবস্থানরত বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আমরা করোনার বিরুদ্ধে ইনশাআল্লাহ বিজয়ী হবো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে নতুন আরো ১১ জনের করোনা নমুনা সংগ্রহ
পরবর্তী নিবন্ধকরোনা শনাক্ত হওয়ায় পুঠিয়ার সাথে নাটোর সীমান্তের সকল যোগাযোগ বিচ্ছিন্ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে