যদি ফিরে না আসি -কবি তাহমিনা মুন্নী‘এর কবিতা

0
318
Tahomina Parvin

যদি ফিরে না আসি

কবি তাহমিনা মুন্নী

সবুজ পৃথিবীর বুকে
কুন্দলী পাকিয়ে ভালবাসার এ্যালবামে
চিরায়ত যে ছবি
সকালের রোদ মেখে কত যে উড়োউড়ি।

যদি ফিরে না আসি
ধুলোমাখা মেঘ এসে নিমিষেই শুষে নেবে
রক্ত করবী আমার।
অথচ সেদিনও রঙিন সুতোয় মুক্ত বাতাস এসে
কত দোল আবেশে হৃদয়ে ছুড়োছুড়ি।

যদি সুস্থতা নাই আসে
প্রিয় কোলাহলে আর
ছিড়বে কি গীটারে বাধনের বিনা তার!

দেখা যদি না হয় তোমাতে আমাতে সেথা
যেথায় হিজল তমাল নিরবধি বলে কথা
হেসে ওঠে কল্লোলে ঢেউ খেলা লহরী
সেদিনের সোনাঝরি পাল তোলা জহরি।

আর যদি না ছুই সেই সে বালুপথ
প্রাণের মেঠোসুরে না বাজে বাসুরী
তবে কি মিছে মায়া স্বপ্ন সওগাত!!

নেই কোন উত্তর তবু আশা সঞ্চার
কেমন হবে শোধাও আগামীর প্রান্তর—
ফসলী আবাদ নাকি বুক ভাঙা ক্রন্দন
পুষ্পকরথ রঙে সাজবে কি নন্দন?

যদি আর না ফিরি তোমাদের শহরে——-
প্রিয় কবিতার ডালি রেখো না অধরে।
সবটুকু ভালবাসায় পংক্তিরা ফিরে আসে
যেমন সদ্য শিশু মাতৃক্রোড়ে হাসে।

আমিও আসব ফিরে আশা আর নিরাশায়
যে কথা হয়নি বলা রেখে যাব কবিতায়!

Advertisement
উৎসTahomina Parvin
পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের রোগী ও কর্মজীবিদের নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে