যদি ফিরে না আসি
কবি তাহমিনা মুন্নী
সবুজ পৃথিবীর বুকে
কুন্দলী পাকিয়ে ভালবাসার এ্যালবামে
চিরায়ত যে ছবি
সকালের রোদ মেখে কত যে উড়োউড়ি।
যদি ফিরে না আসি
ধুলোমাখা মেঘ এসে নিমিষেই শুষে নেবে
রক্ত করবী আমার।
অথচ সেদিনও রঙিন সুতোয় মুক্ত বাতাস এসে
কত দোল আবেশে হৃদয়ে ছুড়োছুড়ি।
যদি সুস্থতা নাই আসে
প্রিয় কোলাহলে আর
ছিড়বে কি গীটারে বাধনের বিনা তার!
দেখা যদি না হয় তোমাতে আমাতে সেথা
যেথায় হিজল তমাল নিরবধি বলে কথা
হেসে ওঠে কল্লোলে ঢেউ খেলা লহরী
সেদিনের সোনাঝরি পাল তোলা জহরি।
আর যদি না ছুই সেই সে বালুপথ
প্রাণের মেঠোসুরে না বাজে বাসুরী
তবে কি মিছে মায়া স্বপ্ন সওগাত!!
নেই কোন উত্তর তবু আশা সঞ্চার
কেমন হবে শোধাও আগামীর প্রান্তর—
ফসলী আবাদ নাকি বুক ভাঙা ক্রন্দন
পুষ্পকরথ রঙে সাজবে কি নন্দন?
যদি আর না ফিরি তোমাদের শহরে——-
প্রিয় কবিতার ডালি রেখো না অধরে।
সবটুকু ভালবাসায় পংক্তিরা ফিরে আসে
যেমন সদ্য শিশু মাতৃক্রোড়ে হাসে।
আমিও আসব ফিরে আশা আর নিরাশায়
যে কথা হয়নি বলা রেখে যাব কবিতায়!