আটপৌরে ভালোবাসা -কবি মৌ সাহা‘এর কবিতা

0
437
Mou Saha

আটপৌরে ভালোবাসা

কবি মৌ সাহা

খুব কাছাকাছি আসতে চেওনা,
অভিমানটা বড্ড বেড়ে যাবে।
নিজের অজান্তেই বারবার কাছে চাইবো।
অনুচ্চারিত বাক্যবাণের আড়ালে নিগুঢ় অনুভূতি-
কড়া নেড়ে দাঁড়াবে নিজের অজান্তে।
ভীরু ভীরু পায়ে এগিয়ে যেতে চাইবে দূরান্তে।
তখন একটু কি তোমার সময় হবে ভালোবাসার?
আঙুলে আঙুল রেখে সম্মুখে দাঁড়াবার?
নাকি আলসেমি করে হাতটি রেখে দেবে বক্ষমাঝে?
চোখের কোণঘেঁষে অশ্রুকণা যখন গড়িয়ে পরবে,
কাঙ্গাল বেশে উন্মত্তের মত ছুটবে হৃদয়-
অবসরে খোলা জানালার একপাশে বসে,
আপোষহীন কেটে যাবে বিধ্বস্ত প্রহরগুলো।

চাঁদটা যদি উঁকি দেয় বারান্দার কোণঘেঁষে,
রাতটাও হারিয়ে যাবে ভোরের আলোয়।
মুখোমুখি বসে কেটে যাক কাঙ্খিত সময়।
যুগল হাতের উষ্ণ ছোঁয়ায় উতলা হবে হিয়া-
ধীর নদীর স্বচ্ছ জলে ভাসবে অবসাদের ধারাপাত।

Advertisement
উৎসMou Saha
পূর্ববর্তী নিবন্ধকাস্তের অধিকার -কবি দেবাশীষ সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় ফোন কলে বাড়িতে গিয়ে করোনা নমুনা নিলেন চিকিৎসক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে