বাগাতিপাড়ায় ২ দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
359
Bagatipara

রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ- নাটোরের বাগাতিপাড়ায় জামনগর বাজারে সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলায় মেসার্স বোরহান ট্রেডার্স কে নগদ ১০০০/- ও মেসার্স সামসুল ট্রেডার্স কে নগদ ২০০০/- জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোজ সোমবার (২৭-৪-২০২০) ইং বিকেল ৫ ঘটিকায় জেলা নির্বাহী ম্যাজিসটের্ট জুয়েল আহমেদ এসে ওই দুটি দোকানে জরিমানা করেন। তিনি বলেন মহামারী প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস সংক্রমন ও প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়নের হাটবাজার ও গ্রামে গ্রামে,জনসচেতনতা তৈরী, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাইকিং, দুরত্ব বজায় রেখে বিভিন্ন স্থানে দাড়িয়ে জনগনকে ঘরে রাখতে চালিয়ে যাচ্ছেন তার কার্যক্রম। সরকারি নির্দেশনায় দ্রব্যমুল্য বৃদ্ধিরোধে নিয়মিত হাটবাজার মনিটরিং,অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা সহ অন্যান্য শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করছেন তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরের আখচাষীদের আর্তনাদ, নর্থ বেঙ্গল সুগার মিলের কাছে পাওনা ৪১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনাটোরকে করোনা মুক্ত রাখতে জেলা সিমান্তে পুলিশ ওয়াচ টাওয়ার স্থাপন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে