একদিন আড্ডাটা জমতো- কামাল খাঁ
নয়টার পরে গিয়ে আড্ডাটা জমতো,
রাত্রিটা বেশি হলে একে একে কমতো।
করোনায় আজ নেই নানা-বিধ ফুর্তি,
চালু চাকা থেমে গিয়ে চুপচাপ মূর্তি।
সাইফুল টুংটাং চা-টা আর ঘুঁটে না,
আমাদের কপালেও ক’দ্দিন জুটে না!
মোস্তফা পলাশেরা বহুদিন আসে না,
এরমানে এই নয় চা-টা ভালোবাসে না?
আমরাও ঘরে থাকি আড্ডায় যাই না,
দূরে থাকি একা একা মুখোমুখি পাই না।
কই থাকে সাজ্জাদ বিড়ি-টিরি খাই না,
রেজা ভাই, টিটু ভাই কারু দেখা পাই না।
আড্ডাটা একদিন পুনরায় জমবে,
ধীরে ধীরে করোনার প্রকোপটা কমবে।
শঙ্করও সেলিমের দেখা ফের মিলবে,
এটা-ওটা খেয়ে ফের পাকা-কলা ছিলবে!
Advertisement