না ফেরার দেশে গুরুদাসপুরের মুক্তিযোদ্ধা বিশ্বনাথ

0
496
Freedom

সন্দীপ কুমার গুরুদাসপুর নাটোরের গুরুদাসপুরের মুক্তিযোদ্ধা কৃতি ফুটবলার ও পৌরসভার সাবেক কমিশনার শ্রী বিশ্বনাথ ধর (৭৫) চলে গেলেন না ফেরার দেশে। আজ সকাল ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। তিনি স্বর্গীয় ভুলুনাথ ধর ও মাতা ইন্দুবালা ধরের জেষ্ঠ্য সন্তান। একাত্তরে তিনি রাজশাহী জোনের ৭ নং সেক্টরের সম্মুখ যোদ্ধা ছিলেন। আজ বিকেল তিনটায় গুরুদাসপুর হরিবাসর প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে কালাকান্দর মহাশ্বশ্মানে তাঁর মরদেহ দাহ করা হয়। বিওগালের সুরে গার্ড অব অনারে নেতৃত্ব দেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এবি) মোঃ শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন ও অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম। মৃত্যুকালে তিনি মা, স্ত্রীসহ ৩ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন। জীবদ্দশায় নম্র ভদ্র ও বিনয়ী ছিলেন বিশ্বনাথ ধর । তিনি বিশু দাদা নামেই বেশী পরিচিত ছিলেন

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমে দিবস ! মুখে কি কেবল গালভরা সাম্যবাদের বুলি ? – নাহিদুল ইসলাম
পরবর্তী নিবন্ধসিংড়ায় ৬টি ধান কাটার কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে