সিংড়ায় পুলিশের খাদ্য সহায়তা পেল ৮২টি পরিবার

0
331

সিংড়ায় পুলিশের খাদ্য সহায়তা পেল ৮২টি পরিবার
সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেল ৮২টি অসহায় ও কর্মহীন পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় সিংড়া পৌরসভার পারসিংড়া এলাকায় ৮২টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী।

এসপি লিটন কুমার সাহা বলেন, কেউ না খেয়ে থাকবে না, আমাদের বেতন-রেশন থেকে সবাইকে খাদ্য পৌঁছে দেয়া হবে। যেকোন সময় ফোন দিলে খাদ্য পৌঁছে দেবে পুলিশ। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনার সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান এসপি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রাম ইউনিয়নের ৩’শ১৫টি পরিবার পেলো এমপি আব্দুল কুদ্দুসের উপহার
পরবর্তী নিবন্ধনলডাঙ্গার মাধনগরে ১৩ জনকে নগদ অর্থ ও খাদ্য সহায়তায় দিয়েছে গ্রামীণ ব্যাংক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে