পাঠ প্রতিক্রিয়া মহিউদ্দিন আহমদের “বেলা অবেলা” – নাজমুস সাকিব

0
569
Nazmus

পাঠ প্রতিক্রিয়া-মহিউদ্দিন আহমদের “বেলা অবেলা” – নাজমুস সাকিব

সম্প্রতি পড়ে শেষ করলাম মহিউদ্দিন আহমদের “বেলা অবেলা” বইটি। বইটার প্রথম দুই শব্দ “বেলা অবেলা” দেখে অনেকেরই মনে হতে পারে গল্প উপন্যাস বুঝি। তবে ধারণা অমূলক মনে হবে তারপরেই। “বাংলাদেশ ১৯৭২-৭৫” পাঠক মাত্রেই বুঝে ফেলবেন বাংলাদেশের জন্ম পরবর্তী সময়ের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের ইতিহাস। যারা লেখকের আগের বইগুলো পড়েছেন তাদের বোঝার কথা ইতিহাসের গলিঘুপচিতে আলোফেলার নিরন্তর প্রচেষ্টা সুপাঠ্য করেছে তার লেখনিকে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে অদ্যাবধি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাঁকবদল আর রং পাল্টানোর ঘটনা ঘটেছে তৎপরবর্তী কয়েকবছরে। সেই ইতিহাসের পাতায় হাঁটতে গিয়ে নির্মোহ কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত না হওয়া অত্যন্ত কঠিন। কারণ বর্তমান কিবা নিকট অতীতে, রাজনীতিবিদসহ নানাজন এমনকী স্বয়ং রাষ্ট্রই তার স্বার্থে ব্যক্তি ও ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার (প্রোপাগান্ডা বলাই ভালো) করেছে। সে প্রচারের স্রোতে ভেসে গেছে ঘটনার অন্তরালে অজস্র প্রশ্ন। বর্তমান সময়ও এর বাইরে নয়। ফলে বর্তমান রাজনীতিহীনতার কালে একটি দেশের জন্মসময়ের গলিঘুপচিতে আলো ফেলার চেষ্টা সাহসী বটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন থেকে ১৯৭৫ এর ১৫ আগস্টের বিয়গান্তক ঘটনাই বইটির মূল উপজীব্য। আছে তারপরের কতিপয় শীর্ষ সেনা কর্তৃত্ব নাটকীয়তার উত্থান পতনের পরম্পরা। বাতিঘর প্রকাশনীর বইটির মলাট মূল্য ৭০০টাকা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে এমপি কুদ্দুসের ব্যাক্তিগত উপহার পেলেন ৩শ ১৫টি পরিবার
পরবর্তী নিবন্ধবুলবুল আহমেদের জন্মদিনে নাটোর কণ্ঠ পরিবারের শুভেচ্ছা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে