নাটোরকন্ঠ:
সারাদেশে করোনা ভাইরাসে মহামারীতে যখন চারেদিকে খাদ্য সংকট মানুষ অনাহারে অর্ধিহারে দিনাতিপাত করছে তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতাহার আালীর পরিবারের পক্ষ থেকে। এক শ্রেণীর মানুষ যারা কষ্টের কথা কাউকে বলতে পারেনা, শুনতেও পারেনা। কিন্তু তাদের কথা ভেবেই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতাহার আালীর পরিবারের পক্ষ থেকে করোনা কর্মহীন ৫০ জন মুখবধির ১৫০ জন স্বর্ণ শ্রমিক , ও পৌরসভার ৪ নং ওয়ার্ড জেলেপাড়া ১০০জন কে ত্রাণ সামগ্রীর খাদ্য বিতরণ করা হয়।
আজ শনিবার সকালে মাদ্রাসা মোড় এলাকায় মুখবধির উন্নয়ন সংস্থার প্রতিবন্ধি, জেলে পাড়া কর্মহীন মানুষ ও স্বর্ণপট্রি এলাকার শ্রমিকদের মাঝে এসব ত্রাণের খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ মাইনুল হক, নাটোর পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, পৌর সভার ২ নং ওযার্ডের সাবেক কমিশনার ও মুখ ও বধির উন্নয়ন সংস্থার সভাপতি জাহিদুর রহমান জাহিদ , জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোজাম্মেল আলী ফিরোজ , শ্রমিক নেতা কাজী ইউসুফ , বাবুল আক্তার সহ অন্যান্যেরা।
নাটোরে মুকবধির ,স্বর্ণ শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
Advertisement