ঔষধি গাছের আয়ু-আসাদজামান
সময় বড় চৌকস ; আটকে যায় হাত অদৃশ্য জালে।
ঔষধি গাছের আয়ু নিয়ে কতটা পথ হাঁটা যায়?
তারপর… নীরব দরপতন।
মোহাবিষ্ট প্রেম লেগে থাকে গাছ লতাপাতা ঘাস ও
ফসিলে।
শ্বাসে ও বাতাশে প্রশান্তি খোঁজে বৃক্ষ, তরুলতা।
নদীরা বসে থাকে উবু হয়ে পানকৌড়ির সাঁতারের
অপেক্ষায় ; নির্জলা স্বচ্ছ জলে।
প্রতিদিন খড়কুটো টেনে নিয়ে বাসা বাঁধে বাবুই পাখি
নিশুতিরাতের কাছে প্রশান্তি চেয়ে হয়রান যখন লক্ষী-প্যাঁচা;
রাত পেরুলই দেখতে হয় কোকিলের চতুরতা;
কিভাবে বোকা বানায় পৃথিবীকে..।
স্বেচ্ছাচারিতার নির্দিষ্ট একটা মাত্রা থাকে, ছাড়িয়ে
গেলে সীমারেখা —
ভন্ডুল হয় তার সব আয়োজন।
আর একটু পেছনে গেলে, পা পিছলে পড়ে যাবে পৃথিবী
হারিয়ে সম্পর্ক বলয়।
পিপিলিকার সারি দেখে মেঘের আশংকা করে মন।
চাষার বেশে খুঁড়ে দেখতে ইচ্ছে করে কাদাজল
ভেতরে লুকিয়ে যার প্রাণের স্ফুরণ!
আমি অপেক্ষায় আছি একপশলা বৃষ্টির জন্য;
কতদিন নেয়া হয় না সোঁদা মাটির ঘ্রাণ!
০৯.০৫.২০২০