মঞ্চ নাটক- কবি শাহিনা খাতুনের কবিতা

0
516
Shaheena-Ronju

মঞ্চ নাটক- শাহিনা খাতুন

দুটোর মধ্যে একটা খুঁজে নিতেই হয়
দুটোই যদি মন্দ তবে
কী আর করা বলো?
একটা তোমায় দিয়েই যাবে
আমার কিন্তু কিচ্ছু চাইনা
এসব বলে যতই কাঁদো
লাভ হবেনা কোনো।
অগত্যা এই সময়টারে দোষ দিয়ে যাও
আসল কথা মঞ্চ নাটক সাজিয়ে বসে
কেউ একজন দর্শক হয়ে দেখছে নাটক
আমার আবার পুরনো সেই অভিযোগ
শুধু অন্যের ভুল খুঁজে বেড়াই।
মনের ঘরে লুকিয়ে থাকে
চিনতে দেয়না বুঝতে গেলে
যাচ্ছে সময় হচ্ছে জনম পার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি উপজেলা চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধসিংড়ায় করোনায় থেমে গেল ২০ গ্রামের উৎসব বিয়াশ মেলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে