সিংড়ায় করোনায় থেমে গেল ২০ গ্রামের উৎসব বিয়াশ মেলা

0
610

সিংড়ায় করোনায় থেমে গেল ২০ গ্রামের উৎসব বিয়াশ মেলা

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় প্রানঘাতী করোনা ভাইরাসের কারনে থেমে গেল ২০ গ্রামের প্রাণের উৎসব বিয়াশ মেলা। প্রতি বছর বৈশাখের শেষ মঙ্গলবারে ২ দিন ব্যাপী সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজার ও বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে প্রায় ৩০ বছর পুর্ব থেকে এ মেলা অনুষ্টিত হয়ে আসছে। সেই মোতাবেক এবছরের মেলা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১১ মে রোজ সোমবার বিকাল থেকে পরের দিন ১২ মে মঙ্গলবার দিনব্যাপী। নতুন ইরি-বোরো ধান পাওয়া পর এই সময়ে অনুষ্ঠিত বিয়াশ মেলাকে কেন্দ্র করে এ অঞ্চলের ঘরে ঘরে শুরু হয় আনন্দ উৎসব। প্রতিটি বাড়িতেই আগমন ঘটে জামাই-ঝি আর দুর-দুরান্তের আত্বীয়-স্বজন। জামাইকে দেওয়া হয় পরবি নামক অর্থ উপঢোকন। সেই পরবি দিয়ে জামাইরা মেলা থেকে রঙিন হাড়িতে মিষ্টি আর দেশী প্রজাতির বড় মাছ কিনে ফিরেন শ^শুর বাড়ি। মুলত এসব মেলা সংস্কুতি গ্রামীন সাধারন মানুষের হৃদয় স্পন্দনে এক অন্যরকম আনন্দ ঘন অনুভুতি জাগ্রত করে। কিন্তু চলমান মহামারী করোনার কারনে থেমে গেল এ অঞ্চলের সাধারন মানুষের হৃদয়ে এক বছরে জমে থাকা সেই বার্ষিক প্রানের উৎসব বিয়াশ মেলা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমঞ্চ নাটক- কবি শাহিনা খাতুনের কবিতা
পরবর্তী নিবন্ধভাষা, ধর্ম ও সাম্প্রদায়িকতা- স্বকৃত নোমান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে